৩রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
বরিশালে চাঁদাবাজি মামলায় আ.লীগ নেতা শেখর-খোকন কারাগারে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দু’গ্রুপের সংঘর্ষে, তদন্ত কমিটি গঠন বরিশালে স্কুলছাত্রকে হ*ত্যার পর লা*শ নদীতে ভাসিয়ে দেয় বন্ধুরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন নলছিটির অঙ্কন সাগরের প্রবল স্রোতে ট্রলারডুবিতে পিরোজপুরের ৫ জেলে নিখোঁজ নলছিটিতে অসহায় গৃহবধূকে মারধরের অভিযোগ  মির্জাগঞ্জে মাতাল অবস্থায় নারীকে হেনস্থা করলেন এলজিইডির কার্যসহকারী! বাউফলে মোবাইল ফোনে প্রশ্নপত্রের ছবি তোলায় শিক্ষকের কারাদণ্ড বানারীপাড়ায় পুনর্বাসন না করেই ৮টি পরিবারকে বাড়িঘর থেকে উচ্ছেদ শিক্ষার্থী ভর্তিতে সুষম বন্টন নীতির দাবি বরিশালের ১০ কলেজের

আমতলীতে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূর পরিবারকে হুমকি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের এক গৃহবধূকে কুপ্রস্তাব দিলে রাজি না হওয়ায় ওই নারীর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ব্যক্তির নাম মনির ফকির (৪৫)। তিনি উপজেলার কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের বাসিন্দা আকব্বর ফকিরের ছেলে।

বৃহস্পতিবার (২৩ মে) সরেজমিনে গিয়ে জানা গেছে, আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের বাসিন্দা ওই নারীর স্বামী ঢাকায় চাকরি করেন। বাড়িতে তিনি তার দুই ছেলেসন্তান নিয়ে বসবাস করেন। বাড়িতে স্বামী না থাকার সুযোগে পার্শ্ববর্তী পূর্ব চুনাখালী গ্রামের মনির দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে অনৈতিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দিয়ে আসছে। তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় নারীর পরিবারকে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে সে। এতে ভয় আর আতঙ্কে দুই সন্তান নিয়ে নিজের ঘরেও থাকতে পারছেন না ওই নারী।

ভুক্তভোগী ওই গৃহবধূ বলেন, মনির ফকির আমার ওপর অনেক অত্যাচার করতে আছে। তার কথা আমি মানি নাই। তারপর অনেক ধমকি-ধামকি দেহাইতেছে। তোমার ভাইরে মাইরালাম, তোমার পোলাপান মাইরালামু ইত্যাদি। ওর জ্বালায় নিজের ঘরেও থাকতে পারি না। দুই পোলা লইয়া এহন মানুষের বাড়ি থাহি। আমি এইয়ার বিচার চাই, বিচার চাই।

গৃহবধূর ভাই বলেন, আমার বুইন জামাই ঢাকা থাহে। বুইনে দুই পোলা লইয়া বাড়ি থাহে। মনির ফকির আমার বুইনেরে ধমকায়। ওর জ্বালায় আমি বুইনেরে একবার ঢাকায়ও পাঠাইছি। বাড়িতে আইয়া ও থাকতে পারে না।

ভুক্তভোগী ওই নারীর স্বামী বলেন, আমার বউ বাড়িতে থাকে দুই পোলা লইয়া। আমি ঢাকায় চাকরি করি। মনির ফকির আমার পরিবারকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দেয়। রাজি না হইলে ভয়ভীতি দেখায়। আমি একবার ঢাকা নিয়েও রাখছি। বাড়ি আইসা থাকতে পারে না। মনির ফকিরের অত্যাচারে আমরা অতিষ্ঠ।

অভিযুক্ত মনির ফকির অভিযোগ অস্বীকার করে বলেন, আমি যদি দোষী হইয়া থাকি, কেউ প্রমাণ দিতে পারে, দেশের আইনে যা বিচার হয় আমি মাথা পাইত্তা নিমু।

আমতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ