১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

আমতলীতে চাঁদা আদায়কে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, আহত ২

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনা আমতলী-পুরাকাটা ফেরিঘাটে যানবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে চাঁদা আদায়কে কেন্দ্র ক‌রে সংঘর্ষে ২ জন আহত হ‌য়ে‌ছে।

শনিবার (২৫ মার্চ) দুপুরে আমতলী ফেরিঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগম (৬০), ইমরান (১৮) নামের দুজন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে ইমরানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসা জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, আমতলী-পুরাকাটা ফেরিঘাটে যাবাহনের সিরিয়াল নিয়ন্ত্রণের নামে বরগুনা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের টোকেন ধরিয়ে দিয়ে দীর্ঘদিন ধরে বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছে রানা, হৃদয়, রাহাত, কাওসার, রহিম, মিন্টুসহ বেশ কয়েক জন। স্থানীয় আঃ ছালাম ডাকুয়া, মোঃ মোশারেফ ফকির, মোঃ জিয়াসহ আরো চার পাঁচ জন চাঁদা আদায়ে বাঁধা দিলে চাঁদাবাজ রানা, হৃদয়, রাহাত, কাওসার, রহিম মিন্টুসহ আট দশজন লোহার রট, হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় ২ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে ইমরানের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক কাংখিতা মন্ডল তৃনা বলেন, আহত দু’জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর জনকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ