১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশীদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগে প্রতি সবসময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শুক্রবার বরগুনার আমতলীতে সকাল সাড়ে ১০ টায় র‍্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষযক সচেতনতা মূলক মহরা ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

আমতলী উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচীর আয়োজন করে। ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি),এনএসএস,ওয়ার্ল্ড ভিশন এপি আমতলী,এ্যাডুকো ও এফএইচ এ কর্মসূচী পালনে সহযোগিতা করে।

দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ থেকে এক বর্নাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আমতলী উপজেলা পরিষদের মাঠে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক এক সচেতনতামূলক মহরা অনুষ্ঠিত হয়।মহরা শেষে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশ্রাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, আমতলী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসাইন,মহিলা বিষক কর্মকর্তা রুপ কুমার পাল,যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুর রহমান, আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ শাহাদাৎ হোসেন প্রমুখ।

সর্বশেষ