২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে ডায়রিয়ার প্রকোপ হাসপাতালে ৬ জনের বেডে ১৫ জন।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ,
আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী উপজেলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের বারান্দায় বেডে চিকিৎসা নিতে হচ্ছে। ৬ জনের বেডে ১৫ জনের চিকিৎসা দিচ্ছে। এতে রোগীদের সমস্যা হচ্ছে। দ্রুত বেড বৃদ্ধির দাবী জানিয়েছেন রোগী ও তার স্বজনরা।
জানা গেছে, ফেব্রুয়ারী মাসের ২৬ দিনে একশত ৩২ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসক ও স্বাস্থ্য সেবিকাদের রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। ৬ শয্যা ডায়রিয়া রোগীর বেডের স্থলে ১৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতাল থেকে এন্টিবায়োটিক ও কলেরা স্যালাইন সরবরাহ করা হলেও বাহির থেকে ঔষধ কিনতে হচ্ছে এবং হাসপাতালের বারান্দায় বেড দেয়া হয়েছে। এতে রোগীদের সমস্যা হচ্ছে বলে জানান তারা। এছাড়াও শত শত রোগী কমিউনিটি ক্লিনিক ও স্থানীয় চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিচ্ছে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
ডায়রিয় আক্রান্ত রোগী রবিউল ইসলাম বলেন, হাসপাতাল থেকে এন্টিবায়েটিক ও স্যালাইন দেওয়া হচ্ছে তারপরও বাহির থেকে ঔষুধ কিনতে হয়। তিনি আরো বলেন, বেড না থাকায় বারান্দায় বেড পেতে চিকিৎসা নিচ্ছি। দ্রুত হাসপাতালে বেড বাড়ানো প্রয়োজন।
পাতাকাটা গ্রামের রোগী সাগরিকা বলেন, এন্টিবায়োটিক এবং আইভি স্যালাইন ছাড়া হাসপাতাল থেকে কিছুই পাচ্ছি না।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মুনয়েম সাদ বলেন, ঋতু পরিবর্তনের কারনে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। হাসপাতালের স্টোরে পর্যাপ্ত এন্টিবায়োটিক ও আইভি স্যালাইন রয়েছে। ডায়েরিয়া রোগী সামাল দিতে হাসপাতালের ডাক্তার ও সেবিকাদের প্রস্তুত রাখা হয়েছে।

সর্বশেষ