১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে তেল মাপে কম দেয়ায় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলীতে তেল মাপে কম দেওয়ায় এক ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আবু জাহের।

জানা যায়, আমতলী-পটুয়াখালী মহাসড়কের পাশে আমড়াগাছিয়ায় মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগ পেয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আশরাফুল আলম মোবাইল কোর্ট পরিচালনা করে ফিলিং স্টেশনের ম্যানেজার রুবেল মিয়াকে (২৫) এক লাখ টাকা জরিমানা করা হয়। এর আগেও মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে তেল মাপে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।

সর্বশেষ