২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও গভর্নর নিহ*ত নিশানবাড়ীয়া ইউপি চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা লন্ডনে যুদ্ধবিরোধী বিক্ষোভ: ফিলি*স্তিনে গ*ণহ*ত্যা বন্ধের দাবী দেশের বীমা খাতে দৃষ্টান্ত স্থাপন করছে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স ২৯ মে সারাদিন লালমোহন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কায় ভোট দিন আবারও বাড়ল স্বর্ণের দাম সৌদিতে ২৮৭৬০ বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন, দুইজনের মৃত্যু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৪৫৭ প্লাটুন বিজিবি মোতায়েন সোমবার থেকে ৬৫ দিন সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

আমতলীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে হত্যার চেষ্টা ।।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক।। বরগুনার আমতলীতে পূর্ব শত্রুতার জের ধরে স্বপন হাওলাদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে পায়ের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার দুপুর ২:৩০ টায় ২নং কুকুয়া ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। আহত যুবক ঐ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা মোঃ আবুল হোসেন হাওলাদারের ছেলে।

বর্তমানে তিনি মুমূর্ষ অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । মধ্যযুগীয় কায়দায় এমন নির্মমভাবে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । হামলাকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে ভুক্তভোগীর পরিবার।

আহত সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা মোশারেফ ডাক্তারের ছেলে রেজাউল কয়েক মাস পূর্বে একই গ্রামের ভিক্ষুক মজিবর মিয়ার স্ত্রী ডলি বেগমকে জোরপূর্বভাবে ধর্ষণ করে। বিষয়টি ভুক্তভোগী স্বপন হাওলাদার প্রতিবাদ করলে উভয়ের মাঝে বাক-বিতণ্ডের সৃষ্টি হয়। এ নিয়ে উভয়ের মাঝে দ্বন্দ্ব বিরাজমান ছিল। ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী রেজাউল ও তার দুই সহযোগী নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়। দাঁড়ালো অস্ত্র চাপাতি দিয়ে ভুক্তভোগীর বাম পায়ের রগ কেটে ফেলে এবং এলোপাথাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে।

এ সময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে । সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য শেবাচিমে প্রেরণ করেন।

এ বিষয়ে মামলাদারের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

সর্বশেষ