২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বরগুনায় বাল্য বিয়ের অপরাধে বরের তিন মাসের কারাদণ্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

আমতলী (বরগুনা) প্রতিনিধি :: বাল্য বিয়ের অপরাধে বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসিল্যান্ড মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার রাতে আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামে কনের বাড়ীতে এ দণ্ড দেন।

জানা গেছে, আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের মাদ্রাসায় নবম শ্রেণীর পড়ুয়া কন্যা কুলসুম আক্তারকে তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে পরিবার।

খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম কনের বাড়ীতে উপস্থিত হয়। এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে যায় কিন্তু বর মোঃ জহিরুল ইসলামকে স্থানীয় লোকজন ও পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।

আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বাল্য বিয়ে নিরোধ আইনের ২০১৭ এর ৭(১) ধারায় বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। শনিবার পুলিশ বরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।

আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তিন মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বর জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বলেন, বাল্য বিয়ে দিবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা রেখে বর জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।

সর্বশেষ