২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে মা ও মেয়েকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানী করেছে প্রতিপক্ষরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলীতে পালিত হাঁস পুকুরে গিয়ে মাছের খাবার খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা প্রকাশ্যে দিবালোকে মা ও মেয়েকে পিটিয়ে আহত করে শ্লীলতাহানী করার অভিযোগ পাওয়া গেছে। বিচার চেয়ে শ্লীলতাহানীর স্বীকার ভূক্তভোগী (রবিবার) দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছেন।

থানায় দেয়া অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের মধ্য টেপুরা গ্রামের ঝন্টু মৃধার স্ত্রী রাশিদা বেগম ও তার স্ত্রীর বিধবা বৃদ্ধ মা শাাহাবানু (৬০) একত্রে একই বাড়ীতে বসবাস করেন। গতকাল দুপুর ১২টার দিকে তাদের পালিত হাঁস একই এলাকার প্রতিবেশী মন্নান আকনের জামাতা ও বাংলাদেশ বর্ডারগার্ড বিজিবিতে কর্মরত (এমএলএসএস) কাওসার (৪০) এর পুকুরে মাছের জন্য রাখা ব্রলারের খাবার খেয়ে ফেলে। এসময় কাওসার ও তার স্ত্রী শিরিনা বেগম রাশিদা বেগমের পালিত হাঁসগুলো পিটিয়ে তাড়িয়ে দিয়ে মা ও মেয়েকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। রাশিদা এ গালমন্দের প্রতিবাদ করলে প্রতিপক্ষ কাওসার, তার স্ত্রী শিরিনা ও স্ত্রীর ভাগ্নে হৃদয় মিলে প্রতিপক্ষ মা শাহাবানু ও মেয়ে রাশিদাকে এলোাপাথারী কিল ঘুষি মেরে তাদের শরীরের বিভিন্ন স্থানে ফুলাজখম করে। তখন প্রতিপক্ষের টানাহেচরার কারনে ভূক্তভোগী রাশিদা ও তার মায়ের শ্লীলতাহানীর ঘটনা ঘটে।

স্থাণীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে প্রতিপক্ষরা ভূক্তভোগী মা মেয়েকে ভয়ভীতি ও বাড়াবাড়ি না করতে হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়।

এ ঘটনার বিচার চেয়ে আজ (রবিবার) দুপুরে ভূক্তভোগী পরিবারের পক্ষে আহত রাশিদা বেগম ৩ জনকে অভিযুক্ত করে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভূক্তভোগী পরিবার চিকিৎসার জন্য আজ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

আহত রাশিদা বেগম থানায় অভিযোগ দায়েরের কথা স্বীকার করে জানান, আমার পালিত হাঁস প্রতিবেশী কাওসারের পুকুরে গিয়ে তাদের মাছের জন্য রাখা ব্রলার খাবার খেয়ে ফেলাকে কেন্দ্র করে আমাকে ও আমার বৃদ্ধ মাকে এলোপাথারী কিলঘুষি মেরে আহত করে ও আমাদের টানাহেচরা করে শ্লীলতাহানী ঘটায়। আমি এর বিচার চাই।

মারধর ও শ্লীলতাহানী করার অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত কাওসার মুঠোফোনে জানান, আমাদের সাথে প্রতিবেশী রাশিদা ও তার মায়ের সাথে শুধু কথা কাটাকাটি হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে জিজ্ঞাষাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ