১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে শিক্ষার্থীদের যুদ্ধকালীন বীরত্বগাঁথা শোনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশীদ,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধকরনের লক্ষ্যে যুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা শিক্ষার্থীদের শুনানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে আমতলী উপজেলা পরিষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনাল এ অনুষ্ঠানের আয়োজন করে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অথিতি ও অনুষ্ঠানের উদ্ধোধন করেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্মসচিব মোঃ শাহ আলম সরদার। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোঃ নুরুল আমিন,আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএকাদের মিয়া, আমতলী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মতিয়ার রহমান প্রমুখ।

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনা বী রমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ,কে,এম সামসুদ্দিন শানু, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার মোঃ হাতেম আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ও বীর মুক্তিযুদ্ধা মোঃ জলিলুর রহমান। মুক্তিযুদ্ধের গল্প শুনতে পেরে অনেক শিক্ষার্থী আবেগআপ্লুত হয়ে পরেন। গল্পশুনানোর অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগতা।

প্রতিযোগিতায় বিজয়ী ৪ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

সর্বশেষ