২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলীতে সাংসদ গোলাম সরোয়ার টুকুর গণ সংবর্ধনা নবগঠিত পৌর মেয়র, কাউন্সিলদের পরিচিতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ আমতলী (বরগুনা) প্রতিনিধি।
বরগুনার আমতলী পৌরসভা চত্ত্বরে মঙ্গলবার সকাল ১১টায় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর গণ সংবর্ধনা ও নবগঠিত পৌর মেয়র, কাউন্সিলদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা গোলাম সরোয়ার টুকু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান।
সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু বলেন, আমি গণ মানুষের নেতা। জনগনই আমার সব। গণ মানুষের সহযোগীতায় আমি সংসদ সদস্য হয়েছি। তাদের সঙ্গে থেকেই কাজ করতে চাই। সারা বিশ্বের মানুষ জানবে বরগুনা-১ আসনের সংসদ সদস্য একজন সৎ মানুষ। দুর্নীতির লেশ মাত্র আমাকে স্পর্শ করতে পারবে না। বরগুনা জেলাকে স্মার্ট বরগুনা ঘোষণা করতে মেগা প্রজেক্টের আওতায় আনতে সকল ধরনের পদক্ষেপ নেয়া হবে। আমতলী পৌরসভার বঙ্গবন্ধুর ম্যুারাল প্রাঙ্গণের এ গণ সংবর্ধনায় বিভিন্ন সংগঠন ও শ্রেনী পেশার মানুষ সাংসদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা গোলাম সরোয়ার টুকু। বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, তালতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রেজবি-উল কবির জোমাদ্দার, বেতাগী পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান,বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ার হোসেন আকন। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, আখতারুজ্জামান বাদল খাঁন, বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সোহেলী পারভীন মালা ও অ্যাড.এইচএম মনিরুল ইসলাম মনি প্রমুখ। এ গণ সংবর্ধনায় কয়েক হাজার মানুষ অংশ নেয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ