১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
পটুয়াখালীতে মহাসড়কে অটোরিকশা চালাতে প্রতি মাসে দিতে হয় হাজার টাকা দশমিনায় মোটরসাইকেল মার্কার কর্মীকে পেটালো প্রতিপক্ষ জাল ভোট পড়লেই ভোটকেন্দ্র বন্ধ : ঝালকাঠিতে ইসি আহসান বরিশালে ‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে মাঠে নেমেছে পুলিশ বরগুনায় জুয়া খেলার ছবি তোলায় সাংবাদিককে মা*রধর, ক্যামেরা ছিন*তাই দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা মঠবাড়িয়ায় মাদ্রাসার নিয়োগে ৫০ লক্ষ টাকার উৎকোচ বানিজ্য ! পাথরঘাটায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ বরিশালে বাড়ছে তালপাখার চাহিদা অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে বরিশাল স্টেডিয়ামে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

আমতলীর ৬টি ইউনিয়নে নৌকার টিকিট পেলেন যারা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
শুরু হয়ে গেছে নির্বাচন কমিশন কর্তৃক প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডামাডোল। আগামী মাসের ১১ এপ্রিল বরগুনার আমতলী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩৮ জনের মধ্য থেকে ৬ জন পেয়েছেন নৌকার টিকিট। এদের মধ্য থেকে ৪টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানরা পুনঃরায় নৌকার টিকেট পেলেও বাদ পড়েছেন ১নং গুলিশাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল ইসলাম।

অপরদিকে ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা একেএম নূরুল হক তালুকদার মৃত্যুবরণ করায় ওই ইউনিয়নে তার স্ত্রীকে মনোনয়ন দেয়া হয়েছে।

গতকাল (শনিবার) সকাল সারে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থাণীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলার ৬টি ইউনিয়নে দল মনোনিত প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

চুড়ান্ত তালিকায় ১নং গুলিশাখালী ইউনিয়নে নৌকার টিকিট পেয়েছেন পৌর যুবলীগের সহ-সভাপতি ও তরুন আইনজীবি অ্যাডঃ এইচএম মোঃ মনিরুল ইসলাম মনি। ২নং কুকুয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য, মরহুম সংসদ সদস্য নিজাম উদ্দিন আহমেদ তালুকদারের ছোট ভাই ও বর্তমান চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার। ৩নং আঠারগাছিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ হাওলাদার। ৪নং হলদিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম মৃধা। ৫নং চাওড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল। ৭নং আড়পাঙ্গাশিয়া ইউনিয়নে উপজেলা মহিলা লীগের সদস্য ও মরহুম চেয়ারম্যান একেএম নূরুল হক তালুকদারের স্ত্রী সোহেলী পারভীন মালা।

সর্বশেষ