১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমতলী উপজেলা বিএনপি নেতা ৫ লক্ষ টাকা চাঁদা দাবী মামলায় জেল হাজতে।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ , আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি মেসবাহ উদ্দিন মোঃ ফয়সাল তালুকদারকে চাঁদাবাজী মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে। বরগুনা দ্রত বিচার আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, আমতলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ মেসবাহ উদ্দিন ফয়সাল তালুকদারের বিরুদ্ধে গত বছর ৩ মার্চ বাবুল শংকর চন্দ্র শীল ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগ এনে বরগুনা দ্রত বিচার আদালতে মামলা দায়ের করেন। আদালতের বিচারক ওই মামলাটি আমলে নিয়ে বরগুনা সিআইডি (গোয়েন্দা সংস্থা) পুলিশকে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সিআইডি তদন্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বিশ্বাস গত বছর ২৮ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় ফয়সাল তালুকদার বরগুনা দ্রত বিচার আদালতে মঙ্গলবার হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালতের বিচারক মোঃ নাহিদ হোসেন তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী বাবুল শংকর চন্দ্র শীল বলেন, মেসবাহ উদ্দিন ফয়সাল তালুকদার আমার পৈত্রিক ৬৬ শতাংশ জমি জোরপুর্বক ভোগদখল করে আসছে। এ জমি আমি চাষাবাদ করতে গেলে আমার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেছেন। আমি তার বিরুদ্ধে বরগুনা দ্রত বিচার আদালতে মামলা দায়ের করেছি।
বরগুনা দ্রত বিচার আদালতের বাদী পক্ষের আইনজীবি শম্পা রানী দেবনাথ বলেন, চাঁদাবাজীর মামলায় আদালতের বিচারক মামলার আসামী মেসবাহ উদ্দিন ফয়সাল তালুকদারের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ