১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আমতলী পৌর নির্বাচন: টাকা ছড়ানোর অভিযোগ এনে নারী মেয়র প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বরগুনা প্রতিনিধি ::: বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়রের বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ এনে নারী মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। আজ বৃহস্পতিবার শেষ দিনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেন। এতে মেয়র পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মেয়র প্রার্থী জেসিকা তারতিলা জুথি নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মতিয়ার রহমান কালো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তাই আমি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’

জানা গেছে, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ। গত ১৩ ফেব্রুয়ারি মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার মেয়র পদে নারী প্রার্থী জেসিকা তারতিলা জুথি এবং কাউন্সিলর পদে গোলাম মোস্তফা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নাজমুল আহসান খাঁন, বর্তমান মেয়র মতিয়ার রহমান, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহা. ইফতেকার হাসান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ বিষয়ে কথা বলেতে মেয়র প্রার্থী মতিয়ার রহমানের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘মেয়র পদে এক নারী প্রার্থী ও এক কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৬ ও নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

সর্বশেষ