১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আমি নৌকাপ্রতীক পেলে প্রধানমন্ত্রী ঘোষিত সকল উন্নয়ন হবে এই ইউনিয়নেঃ দুলাল

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলা ৫নং সলিয়া বাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার কান্ডারী হতে চায় মো: শফিকুল ইসলাম তালুকদার দুলাল। সে সলিয়া বাকপুর গ্রামের মো: আক্কেল আলী তালুকদারের পুত্র। স্কুল জীবন হতে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিল দুলাল। ১৯৯৩-৯৪ সালে সলিয়া বাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে দুলাল। ১৯৯৮-৯৯ সনে সরকারি ফজলুল হক কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করে সে। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক (২০০০-২০০১) জগন্নাথ বিশ্ববিদ্যালল ইতিহাস বিভাগ। বর্তমানে বানারীপাড়া উপজেলা যুবলীগ নেতা হিসেবে সক্রিয় ভুমিকা পালন করছে। ছাত্রলীগের রাজনীতি করতে গিয়ে মামলা হামলার শিকার হতে হয়েছে বহুবার। ২০১৮ সনে সংসদ নির্বাচনের ৬দিন পূর্বে বানারীপাড়ায় বিএনপি সমর্থীত প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু’র নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী হামলায় দুলালকে কুপিয়ে আহত করা হয়। ইলেকট্রনিক্স মিডিয়াসহ অনেকেই বিএনপি’র সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা দুলাল’র মৃত্যু হয়েছে এমন সংবাদ প্রচার করে। ২০১৪ সনে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট চলাকালীন সময় ভোট কেন্দ্রে বিএনপি’র সন্ত্রাসীদের হামলার শিকার হয় যুবলীগ নেতা দুলাল। এসময় তার শরীরে ৯টি কোপের আঘাত বহন করতে হচ্ছে এখনো। ২০০৩-০৪ সনে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস হতে বাসা ফেরার পথে পুলিশের নির্যাতনের শিকার ও হাজত বাস করতে হয় দুলালকে ২০০১ সনে বিএনপি’র সাবেক সংসদ শহিদুল হক জামাল বাহিনীর নির্যাতনের শিকার হতে হয়েছে বহুবার। এসময় হয়রানী মূলক হাজতবাস করেছে দুলাল। এছাড়া দলীয় সকল কার্যক্রমে সক্রিয় ভুমিকা পালন করেছে এ নেতা। ওয়ান এলেভেনে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে শফিকুল ইসলাম তালুকদার দুলাল। করোনা কালীন দূর্যোগে এলাকাবাসীর পাশে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন শফিকুল ইসলাম তালুকদার দুলাল। এছাড়া ইউনিয়নের রাস্তাঘাট নিজস্ব অর্থায়নে সংস্কার করেছে দুলাল। ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষের বন্ধু হিসেবে সকলের পরিচিত যুবলীগ নেতা শফিকুল ইসলাম তালুকদার দুলাল। ইউনিয়নের ভোটাররা জানান,‘ দুলাল বয়সে তরুন হলেও সমাজ সেবায় ব্যাপক ভুমিকা রেখেছে। এবারের নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই।’ শফিকুল ইসলাম তালুকদার দুলাল বলেন,‘ আমি নৌকা প্রতীক পেলে এলাকায় ব্যাপক উন্নয়ন করার পাশাপাশি মাদক ও নিরক্ষর মুক্ত পরিবেশ বান্ধব ইউনিয়ন গড়ে তুলব।’

সর্বশেষ