২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আমি যদি ফুল হয়ে ফুটতাম

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

“আমি যদি ফুল হয়ে ফুটতাম”
–গোলাম ছরোয়ার মঞ্জু

আমি যদি ফুল হয়ে ফুটতাম
কতনা মজা হতো,
পাপড়ি মেলে দুলতাম
ডানাওয়ালা পরীর মতো।।
পাখিগুলো উড়ে এসে বসতো ডালিয়ায়
গান গেয়ে চলে যেতো
যে যার কুলায়
আহা! কত না ভালো লাগতো।।
গুনগুনিয়ে গান গেয়ে ভোমরা
ছুয়ে ছুয়ে হারিয়ে যেতো
মৌমাছি সাথী হয়ে মধু খেত
আর কানে কানে কত কিছু বলে যেতো।।
কিশোর কিশোরীরা আদর করে
কুড়িয়ে নিয়ে মালা গাথতো,
প্রিয় জনের গলে পরিয়ে দিয়ে
খুশিতে ভিশন নাচতো।।

++++++++++++++++++++++++++++++
রচনা কালঃ—২৬/০৮/২০২০ইংরেজী
বিশ্বাস কুটীর, পটুয়াখালী।

সর্বশেষ