১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমোদন পাওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মির্জা আহসান হাবিব ঃ বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের পূর্ব নাজির পুর মৃধা বাড়ীর আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমোদন পাওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রঙ্গন মাঠে বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ মৃধার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দেলোয়ার হোসনে মৃধার তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রথম উপদেষ্টা মির্জা কে এ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন তালুকদার,বিদ্যালয়ের উপদেষ্টা মির্জা আহসান হাবিব, মির্জা হায়দার আলমগীর, ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক হাবিবুল্লাহ এনামুল ভুইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মালেক বেপারী, অভিভাবক মেঃ আবুল কালাম খান, শেখ মোঃ ইউনুস, বিদ্যালয়ের উপদেষ্টা আবুল হোসেন মৃধা, মাহবুব আলম ঘরামী, অভিভাবক আব হানিফ সরদার, নুরুল আলম শেখ, শেখ মোঃ আবদুল জলিল,ইউপি সদস্য লাকী আক্তার, মনোয়ার হোসেন হাওলাদার ও নাজিরপুর ইউনিয়ন জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ রিয়াদ সরদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপু মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান পাওয়ায় একটি নতুন দিগন্তের সূচনা হয়। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপিএড মোঃ আশরাফুল আলম।

সর্বশেষ