২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আ’লীগ সরকার পটুয়াখালীকে অর্থনৈতিক জোনে পৌছাবেঃ দশমিনায় নৌ-প্রতিমন্ত্রী

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি ॥
আওমীলীগ সরকারই পটুয়াখালী জেলাকে দেশের অর্থনৈতিক জোনে পৌছবে ঘুনিঝড় ইয়াসের প্রভাবে ভাঙ্গন কবলিত পটুয়াখালীর দশমিনা উপজেলা সদর ইউনিয়নের হাজির হাট এলাকা পরিদর্শনে এসে নৌ-পরিবহন মন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরি এমপি এ কথা বলেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায়। তিনি আরও বলেন, ঢাকা-পায়রা বন্দর পর্যন্ত নদী খনন করা হবে অতিশীর্ঘই, কারন দক্ষিনের মানুষের চলাচলের সহজ ও আরামদায়ক মাধ্যম হচ্ছে নৌ-পদ। গত বুধবার পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা জাতীয় সংসদে আর কোন দাবি নাই ত্রান চাই না বেড়িবাধ চাই লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে বাজেট বক্তব্য প্রদান সামাজিক যোগাযোগে ভাইরাল হওয়ার পর ঘূর্নিঝড় ইয়াসে প্রভাবে ভাঙ্গন কবলীত এলাকা পরির্দশনে আসেন নৌ-পরিবহন প্রতি মন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরি এমপি। মন্ত্রী নৌ-যোগে পটুয়াখালীর গলাচিপার লঞ্চন ঘাট, বোয়ালিয়া স্লুইজগেট, পানপট্রি, বন্যাতলি ও দশমিনা উপজেলার রনগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর এলাকা পরিদর্শন শেষে নৌ-পথে ঢাকা উদ্দেশ্য ফিরে যান । এ সময় তার সাথে ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা, বিআইডাব্লিটি এর চেয়ারম্যান কমডের গোলাম সাদেক, প্রধান প্রকৌশলী মো, মহিদুল ইসলাম, মেরিন আতাহার আলী, প্রধান প্রকৌশলী (ড্রেজিং) আব্দুল মতিন, মেম্বার (পরি.পরি) মো. দেলোয়ার হোসেন, পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মামুন অর রসিদ প্রমুখ । মন্ত্রী হাজির হাট এলাকায় আসলে হাতে ফুলেল শুভেচ্ছা জানান, দশমিনা উপজেলা নিবার্হী অফিসার মো. আল আমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ইকবাল মাহমুদ লিটন, মহিলা ভাইস চেযারম্যান ডাঃ সামসুন্নাহার খান ডলি প্রমুখ । জাতীয় সংসদে সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি দশমিনা- গলাচিপা উপজেলায় ফি বছর নদী ভাঙ্গনে ফসলি জমি ও বসতবাড়ি বিলীন হলেও ভাঙ্গন রোধে কার্যকরী পদক্ষেপ না নেয়ায় সেই দুরদশার চিত্র উপস্থাপন করেন।

সর্বশেষ