২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

আলোরপথে ফিরে আসা ৩৩ ব্যক্তির মাঝে খাদ্যসহায়তা বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

হারুন অর রশিদ, আমতলী (বরগুনা) প্রতিনিধি।
মহামারী করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া বরগুনার আমতলীতে আত্মসমর্পণকারী মাদক কারবারী ও সেবনকারীদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে থানা চত্ত্বরে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদারের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার ৩৩ জন আত্মসমার্পনকারী মাদক কারবারী ও সেবনকারীদের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদিদ্দন মৃধা, হলদিয়া ইউপি চেয়রম্যান মোঃ শহিদুল ইসলাম মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান খান বাদল, কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, এসআই মোঃ নজরুল ইসলাম, মোঃ মিলন, সোহেল রানা, এএসআই লিমনসহ সাংবাদিক ও পুলিশ সদস্যরা।
এ সময় উপস্থিত আত্মসমর্পণকারী মাদক কারবারী ও সেবনকারীরা বলেন, আমরা ওসি স্যারের নির্দেশনা মেনে অন্ধকারের পথ থেকে আলোর পথে ফিরে এসেছি। করোনাভাইরাস আতঙ্কে কর্মহীন হয়ে ঘরে ছিলাম। ঘরে খাবার নেই এই মুহুর্তে এ খাদ্য সামগ্রী পেয়ে আমরা অনেক খুশি।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার বলেন, পুলিশের কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণকারী উপজেলার ৩৩ জন মাদক কারবারী ও সেবনকারী প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন ও ১টি সাবান বিতরণ করা হয়েছে।

সর্বশেষ