১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াই মাস বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরলো ৪০ জেলে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি : দীর্ঘ দিন পর বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশে ফিরে স্বজনদের দেখে চোখে মুখে আনন্দের ছাপ পিরোজপুরের জেলেদের। ঝড়ের কবলে পড়ে প্রায় আড়াই মাস ভারতের আশ্রয় শিবিরে থাকার পর বুধবার সকালে দেশে ফিরেছেন পিরোজপুর ও পাথরঘাটার ৪০ জেলে। এর মধ্যে পিরোজপুরের ৭ জন ও বরগুনার পাথরঘাটার ৩৩ জেলে। ভারতের মহিফিট ফুলতলী কোষ্টাল থানা পুলিশ গতকাল সন্ধ্যায় বেনাপোল স্হল বন্দরে তাদের বাংলাদেশ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে তারা বাংলাদেশে প্রবেশ করলে দূবলা ফিসারম্যান গ্রুপের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান শামীম তাদেরকে পরিবহনে করে পিরোজপুর নিয়ে আসেন।

উল্লেখ্য গত ১৮আগস্ট তারিখ সাগরে হঠাৎ করে মৌসুমী ঝড় হলে পিরোজপুরের ৭টি ট্রলার ডুবে যায়। এতে ২ জেলে মারা যান ও ৭ জেলে নিখোঁজ হন। বাকিরা প্রানে বেঁচে যান। ওই ৭ জন ২ দিন ২ রাত সাগরে ভেসে থাকার পর ভারতের কাকরা শিকারীরা তাদেরকে ট্রলারে করে বৈকন্ঠপুর হাইস্কুল আশ্রয় কেন্দ্রে নিয়ে যান। সেখানে প্রায় আড়াই মাস থাকার পর মহিফিট ফুলতলী কোষ্টাল থানা পুলিশ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেনাপোল স্হল বন্দরের কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। বৈকন্ঠপুর হাইস্কুল আশ্রয় কেন্দ্রে আরো ৪৯ বাংলাদেশী জেলে আছেন বলে দেশে আসা জেলেরা জানান এবং তারা তাদেরকে দ্রুত ফিরে আনার দাবী জানান।

সর্বশেষ