১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইত্তেফাকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাকের আরও ছয়জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দৈনিকটির ১৩ কর্মী করোনায় আক্রান্ত হলেন। এরা সবাই পত্রিকাটির ঢাকার প্রধান কার্যালয়ে কাজ করছিলেন।

নমুনা পরীক্ষা করা হলে রোববার (১০ মে) নতুন করে ছয়জনের শরীরে করোনা ধরা পড়ে। এর আগে গত শুক্রবার (৮ মে) দৈনিকটির পাঁচ সংবাদকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হন। তারও আগে শনাক্ত হন বাকি দুজন।

জানা গেছে, দেশের প্রথম কোনো সংবাদমাধ্যম হিসেবে ইত্তেফাক তার সব কর্মীর করোনা পরীক্ষার ব্যবস্থা করেছে।

পত্রিকাটির এক সিনিয়র সাংবাদিক জাগো নিউজকে বলেন, প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর এখন সবাইকে আর অফিসে যেতে হয় না। প্রতিদিন একজন করে রিপোর্টার অফিস করেন। আর সবাই বাসা থেকে অনলাইনের মাধ্যমে কাজ করেন। রিপোর্টিং শাখা ছাড়াও অন্যান্য শাখায় সীমিত আকারে লোকবল অফিসে যায়।

এখন পর্যন্ত সারাদেশে ৮৭ জনের মতো সংবাদকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে একজন মারা গেছেন। মৃত ওই সাংবাদিক হলেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক এবং প্রধান প্রতিবেদক হুমায়ন কবীর খোকন। করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুই সাংবাদিক। অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ১৩ জন সংবাদ কর্মী।

সর্বশেষ