১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
গলাচিপা উপজেলা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ১৫ জন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকবেন হজ ইসলামের অন্যতম স্তম্ভ স্বর্ণের দাম আরও বাড়ল ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস, হুঁশিয়ারি সংকেত সুষ্ঠু নির্বাচনের অন্তরায় এমপি পঙ্কজ, হিজলায় চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ শেবাচিমের সব সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য বিভাগ কাজ শুরু করেছে : স্বাস্থ্য সচিব দুমকিতে চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে মসজিদের কমিটি ও ইমাম দ্বন্দ্বে ,ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিলো প্রতিপক্ষরা। সাতলায় রাশেদ খান মেনন এমপি'র ৮১ তম জন্মদিন পালন। বোরহানউদ্দিনে মাটির নিচে চাপা পড়ে গৃহবধূর মৃত্যু

ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পিরোজপুর প্রতিনিধি ::: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে পিরোজপুরের ইন্দুরকানীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার রাতে বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক, নৌকা প্রতীকের ইউনিয়ন সমন্বয়কারী মোয়াজ্জেম হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কবির হোসেন বয়াতী, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি শাহ আলম মল্লিক, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. আউয়াল বয়াতী, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নবিন বয়াতী, যুবলীগ নেতা মো. এমরান শেখ, কর্মী মো. ইমরান বয়াতী ও আলকাজ উদ্দিন।

এ বিষয়ে মামলার আসামি ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী বলেন, ‘নির্বাচনে ভোট গণনা বিলম্ব হওয়ায় নৌকার কর্মী মোয়াজ্জেম ও তার লোকজন ভোটকেন্দ্রের গেট ভাঙচুর করে। তখন উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না।’

মামলার বাদী মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হেরে যাওয়ায় ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতীর নির্দেশে তার নেতাকর্মীরা আমাদের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ছাত্রলীগ, আওয়ামী লীগের ১২ জন নেতাকর্মী গুরুতর আহত হন।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘ভোটকেন্দ্রের ফলাফল দিতে দেরি হওয়ায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৮ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। রাতে শাহ আলম মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

সর্বশেষ