১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমাম-মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
সেলিম শিকদারঃ  বৈশ্বিক মোহামারী করোনা ভাইরাস চলাকালিন সময়ে সিরাজগঞ্জে জেলায় ক্ষতি গ্রস্থ ২ শতাধিক  ইমাম ও মুয়াজ্জিনদের  মাঝে নগদ অর্থ  সহায়তা  প্রদান  করা হয়েছে ।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে – স্বাস্থ্য  বিধি মেনে  নগদ অর্থ  বিতরণ করা হয়েছে।
গত ( ১ আগষ্ট ) রবিবার শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে ২০০ জনের মাঝে নগদ অর্থ  তুলে দেন প্রধান অতিথি জেলা  প্রশাসক  ড,ফারুক  আহাম্মদ ।
সদর উপজেলার নির্বাহী  অফিসার  মোঃ আনোয়ার পারভেজের
সভাপতিত্বে এবং এনডিসি মঈন উদ্দিন এর সঞ্চালনায়  অন্যান্যদের মধ্যে  বক্তব্য  রাখেন  ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক  মোহাম্মদ  ফারুক  আহমেদ,  সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম  ও খতিব মাওলানা  আবু বকর  সিদ্দিক  প্রমূখ।
এসময়  জেলা প্রশাসক ড, ফারুক  আহাম্মদ বলেন,
লকডাউনে থাকা পুরাে পরিবারকে  সরকারের পক্ষ সকল প্রকার সহযােগিতা প্রদান করা হচ্ছে।
এসময় তিনি আরো বলেন,
বৈশ্বিক মোহামারী করোনা কালিন  চলমান লকডাউন সময়ে
সকলকে স্বাস্থ্য  বিধি  মেনে চলা ও মাস্ক পরিধান করতে হবে।
এছাড়াও ঘন ঘন সাবান /ডিটারজেন্ট পাউডার দিয়ে  হাত ধৌত  করতে হবে  এবং সবাইকে বাড়িতে  থাকার আহবান  জানান।
এসময় অন্যান্যের মাঝে নির্বাহী  ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন, মোঃ রেদওয়ান আহমেদ রাফি, রাশেদ হোসাইন সহ জেলা প্রশাসনের সহকারী কমিশনার গণ  উপস্থিত ছিলেন ।

সর্বশেষ