১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের তৃতীয় দিন শামীম জামানের ‘বাবার উপহার’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন প্রতিবেদক: আগামীকাল বুধবার বিকাল ৩ টায় শরৎ টেলিফিল্মের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে ঈদের বিশেষ একক নাটক ‘বাবার উপহার’। তারেক স্বপন এর গল্পে নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অভিনেতা শামীম জামান। নাটকটিতে অভিনয় করেছেন শামীম জামান, তারিক স্বপন, রাশেদ মামুন অপু, রাইসা রিয়া, পাপিয়া মন্ডল, তাহমিনা কৃতিকা। এ নাটকের মাধ্যমে প্রথমবার শামীম জামানের বিপরীতে অভিনয় করলেন রাইসা রিয়া।

নাটকের গল্পে দেখা যাবে, একজন সচেতন বাবা তার তিন ছেলে এবং এক মেয়ে। বাবা সব সময় চাইতো তার সন্তানরা হাসিমুখে এক সাথে থাকুক। এক পর্যায়ে বাবা বৃদ্ধ হওয়ার পর মারা যান, মারা যাওয়ার সময় বড় ছেলের হাতে একটা সুন্দর উপহার দিয়ে যান। সে উপহারের কথা বউ ছেলে ছাড়া কেউ জানতো না। বাবা মারা যাওয়ার বেশ কিছুদিন পর ছোট দুই ছেলে ভাবতো তার বাবা গুপ্ত কিছু ধন রেখে গেছেন যা বড় ভাই একাই ভোগ করে। তাদের বাবার একটা উপদেশ ছিল তারা যেন কখনো আলাদা না হয় এবং তাদের মধ্যে কখনো যেন ঝগড়া-বিবাদ না হয়। তাই বাবার কথা মতো বড় ভাই ছোট ভাই এবং বোনদের সাথে সম্মানের সহিত বসবাস করত। এদিকে ছোট দুই ভাই তার বাবার গুপ্তধন নিজেদের করে নেওয়ার জন্য বিভিন্ন কৌশল বের করে। তারা সুযোগ নিয়ে থাকে বড় ভাই কখন বাড়ি থেকে বের হয় আর তখনই তারা সেই গুপ্তধন চুরির উদ্দেশ্যে রুমে ঢুকে এবং বিভিন্ন ঘটনা ঘটিয়ে থাকে। এভাবে গল্পটি এগিয়ে যাবে।

সর্বশেষ