২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঈদের দিনে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাণী ডেস্ক: ঈদের দিনে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটা দুমড়ে-মুচড়ে গেলে পরে একটি লরি এসে পেছন থেকে গাড়িটিকে ধাক্কা দিলে তিন জন নিহত হন।
বুধবার ঈদের দিনে স্থানীয় সময় দুপুর ১টা ৪৯ মিনিটে দেশটির পেরাক রাজ্যের কাম্পার এলাকায় উত্তর-দক্ষিণ এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
মালয়েশিয়ার গণমাধ্যম উতুসান মালয়েশিয়া জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ মোহাম্মদ, আলী আসকার ও মো. সোহেল মিয়া। তারা তিনজনই বাংলাদেশি।
এ ছাড়া, গুরুতর আহত হয়েছেন আরেক বাংলাদেশি মোহাম্মদ সোহেল (২৪)। তিনি পেট, মাথা ও বাম হাতে আঘাত পেয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে তাপাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের সবাই ক্যামেরন হাইল্যান্ডের বাগানের শ্রমিক ছিলেন। কাম্পার পুলিশপ্রধান নাজরি দাউদ জানান, চালকসহ আটজন বহনকারী গাড়িটি ক্যামেরুন হাইল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিল। চলন্ত গাড়ির টায়ার ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং লেনের দিকে যাওয়ার আগে গার্ডরেলে ধাক্কা লেগে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

সর্বশেষ