১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস কনফারেন্স

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ঃবরিশাল জেলার উজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা উপলক্ষে ২১ মার্চ মঙ্গলবার দুপুর বারোটার সময় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে এক প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন প্রেস কনফারেন্স এর মাধ্যমে জানান আগামী ২২ মার্চ মাননীয় প্রধান মন্ত্রী সারাদেশ ব্যাপী ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করবেন ও আনুষ্ঠানিকভাবে ঘর উদ্বোধন করবেন। এ উপলক্ষে আগামীকাল সকালে উপকারভোগী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আনন্দ রেলি সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে। একই সাথে প্রধান মন্ত্রীর ভার্চুয়াল কনফারেন্সে সবাইকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন।তিনি আরো জানান উপজেলায় নয়টি ইউনিয়নে ও একটি পৌরসভা মিলে মোট ৫৩৩ জনকে ঘর প্রদান করা হয়েছে।এর মধ্যে ৯৫ টি ঘর পূর্বে থেকে বরাদ্দ করা হয়েছিল।বাকী নতুন ঘর গুলো জনপ্রতিনিধি সহ সর্বস্তরের জনগণকে নিয়ে প্রকৃত ভূমিহীন ও গৃহীনদের মাঝে বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া চলমান থাকবে। প্রেস কনফারেন্সে আরো উপস্থিত ছিল সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান,উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সরদার আব্দুল রহিম,সহ সভাপতি মোঃ নুরুল ইসলাম,সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি,যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, কল্যাণ কুমার চন্দ্র সহ উজিরপুরে কর্মরত সাংবাদিক বিন্দু উল্লেখ্য ৪ মার্চ বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম উজিরপুর উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন ঘোষণা করা হয় ।

সর্বশেষ