১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ঃ উজিরপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মকবুল হোসেন হাওলাদার (৯৫) বার্ধক্যজনিত কারণে উজিরপুরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ২৬ অক্টোবর সোমবার বিকাল ৩টায় পরমানন্দসাহা গ্রামে রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এস,আই এনামুল হকসহ পুলিশের একটি টীম রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। এর পরে সেনাবাহিনীর লেফটেন্যান্ট তাজের নেতৃত্বে একটি টীম দাফন পূর্ববর্তী ও পরবর্তী দুইটি গার্ড অব অনার প্রদান করেন। এরপরে জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় মুর্হুমুহু ফাঁকা গুলি বর্ষণ করে নিহতের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন সেনাবাহিনী। নিহত মকবুল হোসেন হাওলাদার ২৬ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে উজিরপুর বাজারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, সহকারী কমান্ডার আক্রাম হোসেন হাওলাদার, সেকান্দার আলী হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন মোল্লা, আওয়ামীলীগ নেতা আঃ হাই মৃধা, সহকারী প্রধান শিক্ষক নেছার উদ্দিনসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ