১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষিকাকে কুপিয়ে হত্যার চেস্টা, গ্রেপ্তার-১ সাংবাদিক শাহিন হাফিজের "মা" র মৃত্যু, এনডিবিএ'র শোক প্রকাশ মহাসড়কে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করতে বরিশাল জেলা প্রশাসনের অভিযান পটুয়াখালীর দুমকিতে প্রাণিসম্পদ প্রদর্শনী  উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান বরিশালে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক বানারীপাড়ায় তহশিলদার ও সার্ভেয়ারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ প্রিজন সেলে হাজতিকে হত্যার দাবি স্বজনদের, কারারক্ষীসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দাম বেড়ে ফের রেকর্ড, স্বর্ণের ভরি ১ লাখ ২০ চরকাউয়া ইউনিয়ন যুবলীগের মতবিনিময় সভায় খান মামুন রাজাপুরে গ্যাস সিলিন্ডার লিক হয়ে মাইক্রোবাসে আগুন

উজিরপুরে আশ্রান প্রকল্পে জমি সহ ঘর পেল ৫৩৩টি পরিবার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্না :: জেলার উজিরপুর উপজেলায় নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সরকারের আশ্রয়ন প্রকল্পে জমি সহ ঘর পেল ৫৩৩টি গৃহীন ও ভূমিহীন পরিবার। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থে‌কে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ৫৩৩ ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন। একই সাথে উজিরপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহীন মুক্ত ঘোষণা করা হয় । এ উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসন আনন্দ র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে আনন্দ র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সভা কক্ষের সামনে শেষ হয়। এসমায় উজিরপুর উপজেলাকে শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১৫৯টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ষোষনা করেন। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স প্রদর্শন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। সহকারী কমিশনার ভূমি শেখ মোঃ আলাউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন সাবেক সভাপতি আঃ রহিম সরদার, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উপজেলা পরিষদ সূত্রে জানাগেছে, এ উপজেলায় মোট ৫৩৩টি পরিবারকে ঘর ও জমি প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথমধাপে ৯৫টি , ২য়, ৩য় ও ৪র্থ ধাপে ৪৩৮টি পুনর্বাসন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আজ উজিরপুর উপজেলাকে গৃহহীন মুক্তঘোষনা করলেন। এখন আমাদের কাজ হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু বলেন, সকল ভূমিহীনকে গৃহপ্রদানের মতো এমন মহৎ আর বৃহৎকর্ম একমাত্র বাংলাদেশ আওয়ামীলীগের সরকারই করতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মমতাময়ী মা সকল গৃহ ও ভূমিহীদের জমি ও ঘর প্রদান করে তাদের আগলে রেখেছেন। উজিরপুর গৃহহীনমুক্ত হওয়ায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে সকলের পক্ষথেকে ধন্যবাদ জানাই।

সর্বশেষ