৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে ভিশন ২০৪১ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অন... তজুমদ্দিনে রাস্তা চওড়া করার নামে কাটা হবে ৮৫৬টি গাছ, স্থানীয়দের ক্ষোভ নাজিরপুরে বাসচাপায় চেয়ারম্যান প্রার্থী কর্মীর মৃত্যু মির্জাগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু র‌্যাবের অভিযানে বরিশাল শেবাচিম থেকে দালাল চক্রের ২৫ সদস্য আটক বরিশাল মহানগর আ.লীগের কোষাধাক্ষের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা বামনায় ডৌয়াতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকসহ ৪ শিক্ষার্থী অসুস্থ নলছিটিতে জমির বিরোধের জেরে যুবকের ৫টি দাঁত ভাঙল প্রতিপক্ষ পিরোজপুরে যুবলীগের সম্মেলনে এক যুগ পর নতুন নেতৃত্বের আশা বরিশাল মহানগর আ’লীগের কোষাধক্ষের বিরুদ্ধে সাইবার অপরাধে মামলা

উজিরপুরে ইউনিয়ন যুবলীগ সভাপতির হামলায় ওয়াড যুবলীগ সভাপতি সহ ৫ জন আহত ।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন যুবলীগের সভাপতির শাকিল মোল্লার হামলায় ওয়ার্ড যুবলীগের সভাপতিসহ ৪ জন আহত হয়েছে । স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত দশটায় সেনের হাট বাজারে বসে শোলক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে ঐ ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি আরিফ হোসেন মাধ্যমে ইউনিয়ন যুবলীগের সভাপতি শাকিল মোল্লার ডেকে পাঠান । এ বিষয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কোন কর্ণপাত না করলে, কিছু সময় পরে যুবলীগের সভাপতি শাকিল মোল্লা দলবল নিয়ে যুবলীগের সাধারণ সম্পাদকে মনির হোসেনকে গালি গালাজ করেন। এ সময় ৯ নং ওয়াড যুবলীগের সভাপতি নাঈম প্রতিবাদ করলে,যুবলীগের সভাপতি শাকিল ও তার দলবলতার রাসেল ও সুজন মিলে হাতুড়ি দিয়ে আঘাত করেন এতে নাঈম গুরুতর যখন হয়, এ সময় আরো আহত হন যুবলীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক মনির হোসেন, জুয়েল সরদার ও রুবায়দ হোসেন। আহতদের উজিরপুর হাসপাতালসহ স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে । হামলার ঘটনায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে শাকিলসহ অন্যদের মারধর শুরু করলে অন্যরা পালিয়ে গেলেও শাকিলকে উত্তেজিত জনতা অবরুদ্ধ করে রাখেন। পরে স্থানীয়রা থানা পুলিশের খবর দিলে,এস,আই রাজীব দাস সনেট ও এসআই মেহেদী হাসানের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে পুলিশ শাকিলকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অ্যাম্বুলেন্সের করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।স্থানীয় একাধিক প্রবীন নেতাদের দাবি, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি ও ইউনিয়ন যুবলীগ সভাপতি মাদক ব্যবসার সাথে জড়িত, এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি তদন্ত ও ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান সোহাগ এর কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং কোন অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ