১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥
বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রাম থেকে ৯১ কেজি গাঁজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ফাতেমা আক্তার (৩৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল র‌্যাব-৮’র মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ওই নারী উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী। ৮ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে বিকেলে র‌্যাবের পক্ষ থেকে একটি ইমেইল বার্তার মাধ্যমে বিষয়টি সংবাদকর্মীদের নিশ্চিত করা হয়।
ওই বার্তায় র‌্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুঠিয়া ইউনিয়নের পশ্চিম ডহরপাড়া গ্রামে মাদক বিক্রেতা ফাতেমার বসত বাড়িতে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিক্রেতা ফাতেমার দেয়া তথ্যানুযায়ী তার বসতঘরের বিভিন্নস্থান থেকে ৯১ কেজি গাঁজা ও ৭ হাজার ৬৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ফাতেমার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক বিক্রেতা ফাতেমা তাদেরকে জানিয়েছে যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেন্সিডিল, ইয়াবা ও গাঁজার বড় বড় চালান এনে উজিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। এদিকে মাদক বিক্রেতা ওই নারী গ্রেফতার হওয়ায় এলাকাবাসী স্বস্তি
কাশ করেছে।

সর্বশেষ