১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জের,বসতঘরে হামলা, লুট,আহত ২ ।

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল জেলার উজিরপুর উপজেলা শিকারপুর ইউনিয়নে,জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে,প্রতিপক্ষের উপরে বসত ঘর ভাঙচুর ও লুটের অভিযোগ,বাধা দিলে অসহায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে,উজিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগ ও আহত সূত্রে জানা যায়,গত ১৮/৩/২৩ ইংরেজ তারিখ সকল ৯ টায় শিকারপুর ইউনিয়নের সোনার বাংলা বাজার সংলগ্ন হাওলাদার বাড়িতে,মৃত্যু গোলাম আলী হাওলাদার এর পুত্র,মো:ফারুক হাং এর বসত ঘড়ে প্রতিপক্ষ মৃত্যু আব্দুল মালেক এর পুত্র,মো: নান্নু হাং (৪৫),মো:মান্নান হাং(৫৫) মো:সালাম হাং( ৫৮) ও সালাম হাং এর পুত্র মো:শাওন হাং (২৮) সহ অজ্ঞত নামা ২/৩ জন সন্ত্রাসী মিলে হামলা চালিয়ে ঘাড়টি ব্যাপক ভাঙচুর করে এবং ঘড়ের ভিতরে একটি টেরাংঙ্গে থাকা ৫০০০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়,এ সময় তাদের বাধা দিলে প্রতিপক্ষরা মোঃ ফারুক হাওলাদার কে কুপিয়ে গুরুতর জখম করে এবং তাকে বাঁচাতে, তার স্ত্রী নাজমা বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষরা তার হাত পা বেধে পিটিয়ে ফুলা যখন করে,এ সময় আহতদের আত্মচিৎকার প্রতিবেশীরা ছুটে আসলে হামলা কারিরা খুনের হুমকি দিয়ে স্থান ত্যাগ করে,প্রতিবেশীর আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান,আহতোরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে।উল্লেখ্য ঘটনায় আহত ফারুক হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন,অভিযোগের বিষয়ে উজিরপুর মডেল থানার এস আই তরুণ এর কাছে জানতে চাইলে তিনি বলেন,উভয় পক্ষের আলাদাভাবে দুটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে

সর্বশেষ