১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্না :: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে অর্ধবেলা কর্মবিরতি পালন করেছে বরিশালের উজিরপুরে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারীরা। সোমবার সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যান পরিষদের ব্যানারে এ কর্মবিরতি পালন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যম পূরণ করার দাবী জানিয়ে তারা এ কর্মবিরতি পালন করে। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের কাছে সোমবার দুপুরে উল্লেখিত পাঁচ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা জানান, সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে আমরা দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। আমাদের যৌক্তিক দাবী গুলো মেনে নিলে সরকারের উন্নয়ন কর্মকান্ড পূর্বের তুলনায় আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ