১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী পেলো ভ্যানগাড়ি

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ::: উজিরপুর উপজেলা মানবিক নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর প্রচেষ্টায় এক প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী পেলো অটো ভ্যানগাড়ি।

জানা গেছে- উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামের মোঃ মহিউদ্দিন বেপারীর ছেলে প্রতিবন্ধী
মোঃ শিহাব উদ্দিন সোহাগ উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার অভাব অনটনের বিষয়টি জানান এবং আর্থিক সহায়তায় দাবি করে। এরপর মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন প্রচেষ্টা চালিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তায় প্রদান করেন। ওই টাকা দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিবন্ধী শিহাব উদ্দিন সোহাগ বেপারী জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হলুদ,মরিচ বিক্রি করার জন্য একটি অটো ভ্যানগাড়ি তৈরি করে থাকে। এছাড়া নির্বাহী কর্মকর্তা, প্রতিবন্ধী পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। এদিকে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর প্রচেষ্টায় ভ্যানগাড়ি ক্রয় বাবদ নগদ ৫০ হাজার টাকা পেয়ে ভেজায় খুসি হয়ে নির্বাহী কর্মকর্তার দীর্ঘায়ু কামনা করেছেন প্রতিবন্ধী পরিবার।

উল্লেখ্য- ৫ মার্চ শুক্রবার সকালে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত প্রতিবন্ধী শিহাব উদ্দিন সোহাগের হাতে ভ্যানগাড়ি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, ইউপি সদস্য মোঃ আশ্রাব হোসেন রাড়িসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

সর্বশেষ