১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে ব‍্যবসায়ীর ২ লক্ষাধিক হাতালো প্রতারক চক্র

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি ::: বরিশালের উজিরপুরে এক চাল ব‍্যবসায়ীর ২ লক্ষ ৯ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্ররা বলে অভিযোগ পাওয়া গেছে। এতে করে আতঙ্কে রয়েছে ব‍্যবসায়ীরা।

ভূক্তভোগী সুত্রে জানা যায়- উপজেলার বামরাইল বন্দরের সরদার চাল ভান্ডারের মালিক হাজ্বী মোঃ সিদ্দিক সরদার (৫৫)এর কাছে ২৫ সেপ্টেম্বর রাত ৯ টার দিকে ২জন প্রতারক চাল ক্রয় করার কথা বলে বিভিন্ন বস্তার চাল দেখতে থাকে। এক পর্যায় ব‍্যবসায়ীর সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন ফন্দি করে ক‍্যাশ বাক্স থেকে গচ্ছিত ২ লক্ষ ৯ হাজার টাকা লুট করে নিয়ে মূহূর্তের মধ‍্যে প্রতারক চক্র মোটরসাইকেল যোগে পালিয়ে যায়।

এ ব‍্যাপারে ভূক্তভোগী ব‍্যবসায়ীর ছেলে মোঃ জুয়েল সরদার প্রতিবেদককে জানান- বর্তমানে মহামারী করোনাকালীন সময়ে আমাদের শেষ সম্বল ব‍্যবসার পূজিঁ প্রতারক চক্র লুট করে নিয়ে যায় এবং আমাদের পথে বসিয়ে দিয়েছে।

বামরাইল বন্দর ব‍্যবসায়ী কমিটির সভাপতি সত‍্যতা স্বীকার করেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান- বিষয়টি জানা নেই। তবে অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ