২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতনের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ উজিরপুর উপজেলার গুঠিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কমলা হালদার (২৭) নামে এক গৃহবধূকে পিটিয়ে নির্যাতন করার অভিযোগ উঠেছে।
আহত গৃহবধূ উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের নিত্যানন্দী গ্রামের বিজয় চন্দ্র হাওলাদার এর স্ত্রী।
এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় গত ২২ অক্টোবর ৪ জনকে অাসামী করে একটি মামলা করা হয়েছে। মামলা নং -২৫।
এ ঘটনায় মামলার ১ নং অাসমী নিখিল চন্দ্র হালদার কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে উজিরপুর থানাপুলিশ।

মামলা ও স্বজনদের সূত্রে জানাজায়, গত ২০ অক্টোবর দুপুর দেড়টায় আহত কমলা হালদার এর স্বামী বিজয় চন্দ্র হাওলাদার তার বসত ঘরের উপরের একটি কাউফল গাছের ডাল কাটলে একই বাড়ির বিজয় চন্দ্র হাওলাদার অশ্লীল ভাষায় গালাগালি শুরু করে। বিজয় চন্দ্র হালদার এর স্ত্রী কমল হালদার
প্রতিবাদ করলে একই বাড়ির নিখিল চন্দ্র হালদার, বিউটি রানী, সনজিৎ হালদার, বৃষ্টি হালদার একত্রে কমলা হালদার কে এলোপাথাড়ি ভাবে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে ও শ্লীতা হানিসহ গলা টিপে হত্যা করার চেষ্টা করে। এসময় তার ১৭ মাসের শিশুকে ধরে অাচার দেয় বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
বিজয় চন্দ্র হালদার বলেন, সম্পত্তি জবর দখল করে অামাদের বাড়ি থেকে উচ্ছেদের উদ্দেশ্যে অামার স্ত্রী কমলা হালদার ও শিশু কন্যা বিন্দাশ্রী কে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের যথাযথ কতৃপক্ষের মাধ্যমে বিচার চাই।

সর্বশেষ