১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে চার জেলেকে ২০ হাজার টাকা অর্থদন্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে ৪ জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

১১ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১২ টায় উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীর তীরে দাসেরহাট এলাকায় চার জনকে ৫ হাজার করে অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের সেন্টু তামিদার (৩৫), সোহেল হাওলাদার (২৮), জসিম উদ্দিন (৩৫) ও নাসির হাওলাদার (২৮) কে জালসহ হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

সর্বশেষ