২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুই জনের কারাদন্ড

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধি :: বরিশালের উজিরপুরে মা ইলিশ রক্ষা অভিযানে দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে একমাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

১০ অক্টোবর রবিবার বেলা ১২টায় উজিরপুর খেয়াঘাটে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনাকালে গুঠিয়ার নিত্যানন্দী গ্রামের ফরিদ হাওলাদার(২৭), পৌরসভার রাখালতলা গ্রামের সুমন বেপারী(২৫) ও বামরাইলের খোলনা গ্রামের রুবেলকে জালসহ হাতেনাতে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৫শ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। রুবেল অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এছাড়া দিনভর জেলা মৎস্য দপ্তর ও উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পালের নেতৃত্বে দিনভর অভিযান পরিচালনা করা হয়।

সর্বশেষ