১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

উজিরপুরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলো প্রতিপক্ষরা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তাইজুর রহমান পান্নুকে জমি বিরোধের জেড়ে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় জমি বিরোধের জের ধরে শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে জল্লা গ্ৰামের প্রভাবশালী বাপ্পী হাওলাদারের স্ত্রী নিশাদ বেগম অজ্ঞাত কয়েকজন ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে বসতবাড়িতে ঢুকে প্রকাশ্যে হামলা চালিয়ে সাবেক ইউপি সদস্য পান্নুকে গুরুতর আহত করেছে। এতে তার হাত-পা ভেঙ্গে ভেঙ্গে যায়। এসময় প্রতিবাদ করলে তার বৃদ্ধ বাবা চেরাগ আলী হাওলাদার ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগমকেও পিটিয়ে আহত করে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। স্হানীয়রা আহতদেরকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আহত পান্নু হাওলাদার জানান নিশাদ বেগম কয়েকজন ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে এবং প্রতিবাদ করায় আমার ৯০ বছর বয়সী বৃদ্ধ বাবাকে ও আমার স্ত্রীকেও পিটিয়ে আহত করেছে ও নারী সন্ত্রাসী। এমনকি আমাকে পিটিয়ে আমার হাত পা ও অঙ্গলী ভেঙ্গেও ক্ষ্যান্ত হয়নি ওই উগ্ৰমেজাজী নিশাদ বেগম। তিনি আরো বলেন হামলার ঘটনা ধামাচাপা দেয়ার জন্য নিশাদ বেগম উল্টো মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অভিযুক্ত নিশাদ বেগম বিষয়টি এড়িয়ে যান। অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ