১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
‘লোভ দেখানো নির্বাচন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহার করলাম’ দুমকীতে কাপ-পিরিচ মার্কার প্রার্থী ও সমর্থকদের ওপর হা*মলা, আ*হত ৫ ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস, নীতিমালা আসছে: পলক দুমকিতে কাপ পিরিচ মার্কার প্রার্থী কাওসার আমিনের উপর হা*মলা বাকেরগঞ্জে ফুটবল খেলা নিয়ে বিতণ্ডায় যুবককে হত্যা, সহপাঠীর যাবজ্জীবন একই নম্বর পেয়ে জিপিএ-৫ পেল মির্জাগঞ্জের যমজ ভাই মুলাদী ও হিজলা উপজেলার ৬০ শতাংশ ভোটকেন্দ্রই অতিগুরুত্বপূর্ণ চিহ্নিত জলদ*স্যুদের কবলে থাকা লো*মহর্ষক ঘটনার বর্ণনা দিলেন প্রকৌশলী আলী নাজিরপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যুবলীগ নেতার মৃ*ত্যু বরিশালে বইছে মৃদু তাপদাহ

উজিরপুর পৌর নির্বাচন- মেয়র পদে জয়ের আশংকা নৌকার , আশাবাদী ধানের শীষ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

নাজমুল হক মুন্না ::

উজিরপুর পৌরসভার নির্বাচনের মেয়র পদের প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩ জন, তবে ভোটের মন জয়ের লড়াইয়ে মাঠে সক্রিয় ছিলেন আওয়ামী লীগের মনোনিত গিয়াস উদ্দিন বেপারী ও বিএনপি’র মনোনিত প্রার্থী মো: শহিদুল ইসলাম খান। নিজের সবটুকু উজার করে দিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন দু প্রার্থী । চরমোনাই পীরের দল ইসা তেমন কোন প্রচার প্রচারনা দেখা যায়নি। পৌরসভার নির্বাচনকে ঘিরে
বিভিন্ন প্রার্থীদের টানানো পেষ্টারে ছেয়ে গেছে পুরো উজিরপুর পৌরসভা। নৌকা প্রতিকের প্রাথী মো: গিয়াস উদ্দিন বেপারী জয়ের ধারা অব্যাহত রাখতে ভোটাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। উঠান বৈঠক সহ সবধরনের প্রচার প্রচারনা করে তার জয় নিশ্চিতে ভোটারদের মন জয় করতে ব্যাস্ত সময় পার করছেন। অপরদিকে ধানের শীষ প্রতিকের প্রার্থী শহিদুল ইসলাম খান প্রচার প্রচারনা করে ধানেরশীষ প্রতিকে ভোট প্রার্থনা করছেন, তিনি আশা করেন ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দ’র প্রার্থীকে ভোট দিতে পারলে ধানের শীর্ষ প্রতিক জয়ী হবেন। ২৮ ডিসেম্বর সোমবার বরিশাল জেলার উজিরপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৯ টি ভোট কেন্দ্রে ১১হাজার ৯২৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, ৫ হাজার ৯৩৬ জন নারী ভোটার ও ৫ হাজার ৯৮৮জন পুরুষ ভোটার রয়েছে।

প্রথম বারের মত ইভিএম পদ্বতিতে নির্বাচন। আ.লীগের মনোনিত মেয়র প্রার্থী গিয়াস উদ্দিন বেপারী জানান তিনি উন্নায়ন করেছেন করোনা কালে মানুষের পাশে ছিলেন,মাদক ও সন্ত্রাস মুক্ত উজিরপুর পৌরসভা গড়তো ভোটারা তাকে ভোট দিবেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।বিএনপি’র মনোনিত ধানের শীর্ষ প্রতিকের প্রার্থী শাহিদুল ইসলাম খান বলেছেন, গনতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে আংশ নিয়েছেন ভেটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে তিনি জয়ী হবেন। উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার মো: আলিমউদ্দিন জানিয়েছেন উজিরপুর পৌর সভার নির্বাচন সুষ্ঠ করার লক্ষে বেশ কড়াকড়ি অবস্থানে রয়েছেন তারা নির্বাচনের ২দিন আগে বহিরাগত কোন লোক পৌর এলাকায় থাকতে পারবেন না অনুমতি ছাড়া যানবাহন চলাচল করতে পারবে না মটরবাইকে প্রার্থী ও তার ড্রাইভার ২ জনের অধিক থাকলে গ্রেফতার কারা হবে ইভিএম পদ্বতিতে শতভাগ ভোট অনুষ্ঠিত হবে। মেয়র প্রার্থী ছাড়াও ৯ টি ওয়ার্ডের মধ্যে ২ টি ওয়ার্ডে ২জন কাউন্সিলর প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। ৭টি ওয়ার্ডে ২২ জন কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্বে অংশ গ্রহণ কববেন।

সর্বশেষ