১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উদ্বোধনের আগেই স্বাস্থ্যকেন্দ্রের ভবনে ফাটল ! গনসৌচাগারে পরিণত

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

সেলিম শিকদার, সিরাজগঞ্জঃ-
সিরাগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইলে সদ্য নির্মিত উপস্বাস্থ্য কেন্দ্রটি উদ্ভোধনের আগেই ফাটল দেখা দিয়েছে। ভবনের একদিকে সিমানা প্রাচির না দেয়ায় ভবনটি নেশাখোরদের অভ্যয়ারণ্যে পরিণত হওয়ার পাশাপাশী একপাশে  উন্মোক্ত থাকায় ভবনটি  গণশৌচাগারে পরিণত হয়েছে। ভবনটির স্থায়ীত্বনিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,গত প্রায় ছয়মাস আগে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গান্ধাইল ইউনিয়নের গান্ধাইল গ্রামে  উপস্বাস্থ্য কেন্দ্রের নূতন ভবন নির্মাণ ও সিমানা প্রাচির নির্মানে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যায় বরাদ্দ ধরা হয়। বরাদ্ধনুযায়ী ঠীকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণ কাজ  এবং   তিনদিকের সিমানা প্রাচিরের নির্মাণ কাজ শেষ করলেও ভবনটির পূর্বাংশে পরিবার পরিকল্পনা অফিস ঘেঁষে সিমাণা প্রাচিরের নির্মাণ কাজ বাকি রেখে কাজটির সমাম্তি টেনে দেয়। ফলে ভবনটির পূর্বাংশ উন্মক্ত থাকায় ভবনটি  নেশাখোরদের অভায়ারণ্যের পাশাপাশী খোলামেলা থাকায় ভবনটি গণশৌচাগারে পরিণত হয়েছে। এছাড়া নিন্মমানের কাজ হওয়ায় ভবনটির কার্ণিশে ফাটল সৃষ্টির পাশাপাশী মেঝেতেওফাটল দেখা দিয়েছে। গান্ধাইলের বাসিন্দা  কাজিপুর উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক শহীদ সরোয়ার জানান ভবনটি নির্মাণে কাজে ত্রুটি হওয়ায় উদ্ভোধনের আগেই ফাটল দেখা দিয়েছে।  ভবন নির্মাণ কারি ঠীকাদার কাজিপুর উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লবসরকার নির্মাণকাজের ত্রুটির বিষয়টি অস্বীকার করে ভবনটি যথাযথ কর্তৃপক্ষের নিকট বুঝে দেয়া হয়েছে বলে উল্লেখ করেন। অপরদিকে  কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন জানান ভবনটি উদ্ভোধন হয়নি বা আমাদের বুঝেও দেয়া হয়নি বলে জানান।

সর্বশেষ