১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানিয়ে বরিশালে বিএনপির লিফলেট বিতরণ

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

শামীম আহমেদ ::: কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দশক্রমে তথাকথিত জাতীয় নির্বাচনের ন্যায় আসন্ন ভোটারহীন সরকারের পাতানো উপজেলা নির্বাচন বয়কট করাসহ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করেছে বরিশাল মহানগর বিএনপি।

আজ শনিবার (৪ মে) বিকালে বরিশাল সদর উপজেলার জাগুয়া, পপুলার, পাঁচগাঁও, চন্ডিপুর হোগলাসহ বেশ কিছু এলাকায় মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের নেতৃত্বে মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সদর উপজেলা বিএনপি এ লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব মন্টু খান, জাগুয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান, মহানগর বিএনপির সদস্য ওবায়ের ইবনে স্বপন, আল মাসুম, মহানগর কৃষকদলের সদস্য সচিব সাঈদ তালুকদার, সফিকুল ইসলাম মঈন, মাহফুজুর রহমান, সাজ্জাদ হোসেন, আব্দুল বাতেন, মহানগর যুবদল নেতা আরিফুর রহমান মুন্না, মহানগর ছাত্রদল সম্পাদক হুমাউন কবীর, বাবর জনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণের একপর্যায় সরকার বিরোধী শ্লোগানে শ্লোগানে বিক্ষোভ মিছিলে রূপধারন করে সদর উপজেলায়।

এরপূর্বে সদর উপজেলার পাঁগাও এলাকায় বিএনপি নেতৃবৃন্দ লিফলেট বিতরণ করতে গেলে এয়ারপোর্ট থানা পুলিশ ওই এলাকায় লিফলেট বিতরণ করা থেকে বিরত থাকার আহবান জানালে পরবর্তী সময় তারা এলাকা পরিবর্তন করে উপজেলার অন্য সকল এলাকায় নির্বাচন বর্জনের প্রচারনা ও লিফলেট বিতরণ করে।

লিফলেট বিতরণ সম্পর্কে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন সিকদারের কাছে প্রশ্ন করা হলে তিনি বলেন- তারা বরিশাল সদর উপজেলার গ্রামগুলোতে লিফলেট বিতরণকালে সাধারন গ্রামবাসী স্বতঃফূর্ত ভাবে তাদের আশ্বাস দিয়ে বলেন- ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া যায় না। সেখানে কেন ভোট দিতে যাব?

সাধারন গ্রামবাসী বলেন- ভোট কেন্দ্রেতো আমাদের মত ভোটারের প্রয়োজন হয় না সরকারের। সেখানে আমরাও ভোট দিতে যাব না।

সর্বশেষ