৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

ঋণ খেলাপি : মহিউদ্দিন ও আজাদের প্রার্থিতা বাতিল চায় পদ্মা ব্যাংক

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: আসন্ন পটুয়াখালী পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী মহিউদ্দিন আহম্মেদ এবং তার বড় ভাই আবুল কালাম আজাদের মনোনয়ন পত্র বাতিলের আবেদন করেছে পদ্মা ব্যাংক পিএলসি। গত ১৫ ফেব্রুয়ারি এ সংশ্লিষ্ট একটি চিঠি রিটার্নিং অফিসার বরাবর পাঠানো হয়েছে বলে ব্যাংক সূত্র নিশ্চিত করেছে। এদিকে মহিউদ্দিন আহম্মেদ এবং আবুল কালাম আজাদের মনোনয়নপত্র বাতিল চেয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আপিল করেছেন সাবেক পৌর মেয়র ও মেয়র প্রার্থী ডাক্তার মোঃ শফিকুল ইসলাম। মহিউদ্দিন আহম্মেদ বর্তমান মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখার অফিসার মেহেদী হোসাইন এবং সিনিয়র অফিসার ও শাখা অপারেশন ম্যানেজার শাহিনুর আক্তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘আগামী ৯ মার্চ, ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য মেয়র পদে নির্বাচনে পটুয়াখালী জেলায় যে সকল প্রার্থীগণ অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের মধ্যে জনাব মহিউদ্দিন আহম্মেদ, (জাতীয় পরিচয়পত্র নম্বর-৬৮৬২২৭৮৯০৭/পিন- ১৯৭৬৭৮২৯৫০৫১১৯৬৭৩), পিতা: মোয়াজ্জেম হোসেন, মাতা- সাফিয়া বেগম, বর্তমান ঠিকানা: মুসলিম পাড়া, পটুয়াখালী সদর, পটুয়াখালী, একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদ, প্রোপাইটর মেসার্স আবুল কালাম আজাদ, আমাদের পদ্মা ব্যাংক পিএলসি (তৎকালীন দি ফার্মার্স ব্যাংক লিমিটেড), পটুয়াখালী শাখার একজন খেলাপী গ্রাহক। যিনি ২৮.১০.২০১৪ ইং তারিখ হতে পদ্মা ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা হতে সর্বমোট ২৪ কোটি ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করেছেন যা ১৬.১০.২০২২ ইং তারিখ মেয়াদোত্তীর্ণ হয়েছে। ঋণ’র হিসাবটি নিয়মিত না করায় বিগত ০১.০২.২০২৪ ইং হতে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত হয়ে যায় এবং উক্ত ঋণ হিসাবে জনাব মহিউদ্দিন আহম্মেদ একজন জামিনদার। তিনি ঋণ গ্রহণ এর সময় ব্যাংক বরাবর এই মর্মে অঙ্গীকার করেছিলেন যে, “আবুল কালাম আজাদ, প্রোপাইটর: মেসার্স আবুল কালাম আজাদ উক্ত ঋণ প্রদানে ব্যার্থ হলে আমি জামিনদার হিসাবে ঋণের সমুদয় টাকা প্রদান করব”। খেলাপি ঋণ আদায়ের গ্রাহক ও জামিনদারের কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ এবং জামিনদার মহিউদ্দিন আহম্মেদ প্রার্থী হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য আবেদন জানাচ্ছি’

গত ১৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। মেয়র পদে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করলেও বাছাইকালে মারজিয়ার আক্তার এবং এনায়েত হোসেনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান।

১৭ ফেব্রুয়ারি শনিবার নির্বাচনের দায়িত্বে থাকা আপিল কর্তৃপক্ষ ও পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর আপিল করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র পদ-প্রার্থী মো. শফিকুল ইসলাম।

এ বিষয়ে পদ্মা ব্যাংকের পটুয়াখালী শাখা ম্যানেজার মো. শামীম আহমেদ বলেন, এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাই না। প্রয়োজন হলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

পদ্মা ব্যাংক ঋণের টাকা পাওয়ার কথা স্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, কিস্তি বাকি আছে কিন্তু তারা ঋণ খেলাপি নয়। আর মহিউদ্দিন তো জামিনদার।

পদ্মা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফয়সাল আমীন বলেন, আমরা চিঠি দিয়েছি সব ঠিকই আছে। উনি ওনার ঋণটা পরিশোধ করলেইতো শেষ হয়ে যাবে।

পটুয়াখালী পৌরসভার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, বাংলাদেশ ব্যাংক যে রিপোর্ট দিয়েছে সে অনুযায়ী একজন কাউন্সিলর প্রার্থী ছাড়া কেউই ঋণ খেলাপি না। মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ঋণ খোলাপি কি না? তা আমার জানা নাই। আমার যাছাই-বাছাই ছিল দুপুর ১২টা পর্যন্ত এই বাছাইয়ের পরে পদ্মা ব্যাংক থেকে চিঠি নিয়ে আসায় তা খুলেই দেখি নাই। কারণ তার পর আমার কোনো কিছু করার নাই।’

পটুয়াখালী জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম জানান, আমি ছুটিতে আছি। এ বিষয়ে আমার ধারণা নাই। আগামীকাল বলতে পারবো।’

এবিষয় জানতে চাইলে পটুয়াখালী পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘আমরা একটি ব্যবসায়িক পরিবার, আমার বড় ভাই এই শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সারাদেশে তার ব্যবসা রয়েছে এবং বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের সাথে তার লেনদেন রয়েছে। আমি জামিনদার হিসেবে আছি, তবে আমরা কেউই ঋণ খেলাপি না৷ এ বিষয় নিয়ে ব্যাংকের সাথে আমাদের কথা হচ্ছে।’

পটুয়াখালী পৌরসভার নির্বাচনী তফসিল অনুযায়ী ১৬ ফেব্রুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি মনোনয়ন পত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তির জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ২২ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ২৩ ফেব্রুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। ৯ মার্চ ইভিএম এর মাধ্যমে পৌর এলাকার ২৪টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ