২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

এই দুনিয়ায় স্বার্থ ছারা কেউতো কারো না– রাজিব খান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এই দুনিয়ায় স্বার্থ ছারা কেউতো কারো না ,
তুমি বিনে এই জগতে কেউ নাই আপনা ।

এ সংসারের মায়ার জালে ,
স্বজন প্রীতির খেলা খেলে ।
দিন যে গেলো গোলে মালে ,
আপন হলাম না ।
সুখের ভাগী অনেক মিলে,
দুঃখের বেলায় কেউ থাকেনা ।

ভাই বন্ধু আত্মীয় স্বজন,
কেহ নাই যে তোমার মতন ।
ভুবন ভরা লেনা দেনা
বিপদ ক্ষনে যায়গো চেনা ।
আপন আপন করে সবাই,
মূলে দেখি সব ছলনা ।

যে দেশে নাই ভাবের মূল্য,
সে দেশের ভাই সবাই বাল্য।
যাহার জন্য করলাম চুরি
সে দিলো মোর মাথায় বারি।
কোথায় পাবো পরম বন্ধু,
এ দেশেতে আর রবোনা ।।

মুজিব তুমি জগত পতী
রাজিব করে এই মিনতি।
যে বা করুক যতই ক্ষতি
দিও তখন এই সুমতি।
মনের ভূলেও কোন কালে
যেন তারে ব্যাথা দেইনা।

লেখক- মোঃ রাজিব খান
বিশেষ প্রতিবেদক, বরিশাল বাণী

সর্বশেষ