১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

এই সরকারের অধীনে আর কোন অবৈধ নির্বাচন হতে দেওয়া হবে না : সেলিমা রহমান

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ::: কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি, স্থায়ী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান বলেছেন, সরকার পতনের আগ পর্যন্ত আমরা রাজ পথে আন্দোলন চালিয়ে যাবো।
‘এই সরকারের অধীনে আর কোন অবৈধ নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা দেখেছেন সারাদেশে কি অবস্থা, আমরা বিরোধী দলের কোন প্রোগ্রাম করতে পারছি না । আপনারা দেখেছেন সারা বরিশালে আজ সারাদিন তান্ডব চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। তারা সন্ত্রাসবাদী। তাই তাদের মনে নেই তারা কিভাবে সন্ত্রাসী ও ভোট চুরি করে ক্ষমতায় এসেছেন। দেশের মানুষের কথা ভেবে জনাব তারেক রহমান আজ দশ দফা দিয়েছে। সেই দাবী আদায়ে আমরা পদযাত্রা শুরু করেছি। সরকার পতনের আগ পর্যন্ত আমরা রাজ পথে আন্দোলন চালিয়ে যাবো।’

বরিশালের সর্ববৃহৎ বাবুগঞ্জে বিএনপির পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি বেগম সেলিমা রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০দফা দাবীতে বাবুগঞ্জে পদযাত্রা করেছেন দলটির নেতাকর্মীরা।

পদযাত্রাটি শনিবার ১১ফেব্রুয়ারী বিকেল ৩টায় উপজেলার রহমতপুর বাজার থেকে শুরু হয়ে বাবুগঞ্জ স্টীল ব্রীজে বাবুগঞ্জ থানা পুলিশের বাঁধার মূখে শেষ হয়। পরে সেখানে পুলিশী পাহারায় উপজেলা বিএনপির সদস্য সচিব অহেদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় এবং রহমতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আঃ করিম হাওলাদারের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ জয়নুল আবেদীন, বরিশাল জেলা দক্ষিন বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন, সদস্য সচিব আবুল কালাম শাহিন, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইসরত হোসেন কচি তালুকদার, সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সুলতান আহম্মেদ খান, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুবর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি মাহাফুজুর রহমান মিঠু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান শিমুল সিকদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান খান, সদস্য সচিব এবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক মোঃ আজাদ বিশ্বাস, সদস্য সচিব কামরুল আহসান সোহাগ, ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টুলু, ছাত্রদল নেতা মনিরুজ্জামান সৌরভসহ উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সর্বশেষ