১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

একই সময়ে দুইটি নিয়োগ পরীক্ষাঃ লক্ষ লক্ষ টাকা গচ্ছার শঙ্কা

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম ইউ আলীঃ আগামী ৩ এপ্রিল সকাল ১০টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিষ্ট পদের নিয়োগ পরীক্ষার  তারিখ নির্ধারণ করেছে সংশ্লিষ্ট দপ্তর। একই দিনের একই সময়ে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরের ১০ দশ ক্যাটাগরীর নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে সমাজসেবা অধিদপ্তর।

সমাজসেবা অধিদপ্তরের বিগত ২৮.০৩.২১ইং তারিখের স্মারক নং ৪১.০১.০০০০.০০৯.১১.০২৩.১৯-২৯৩ মোতাবেক জানা গেছে, সমাজসেবা অধিদফতরাধীন ৩য় ও ৪র্থ শ্রেণীর ৩৭ ক্যাটগরি পদে জনবল নিয়োগের নিমিত্তে গত ০৫.০৯.২০২০ইং তারিখ দৈনিক যুগান্তর এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞাপ্তিত ৩৭ ক্যাটাগরির পদের মধ্যে ৩য় ধাপে  ৩য়  ও  ৪র্থ শ্রেনীর ১০ ক্যাটাগরি পদে সর্বমোট ১,১৬,৯১৬ জন প্রার্থীর লিখিত পরীক্ষা আগামী ০৩.০৪.২০২১ইং তারিখ রোজ শনিবার সকাল ১০টায় ঢাকা শহরস্থ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।

এতে সমাজসেবা অধিদফতর ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদনকারী প্রার্থীরা বিপাকে পড়েছে।

দুই দফতরেই টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে পরীক্ষার ফি পেমেন্ট করেছে পরীক্ষার্থীরা। কিন্তু একই দিনে একই সময়ে দুইটি নিয়োগ পরীক্ষা হওয়ায় পরীক্ষার্থীরা যে  কোন একটিতে অংশগ্রহন করতে পারবে যার ফলে তাদের একটি আবেদনের টাকা গচ্ছা যাবে।

সচেতন মহলের মনে করে যেহেতু পরীক্ষার্থীরা দুই দফতরেই পরীক্ষার ফি পেমেন্ট করেছে তাই তারা যাতে দুইটি পরীক্ষায় অংশগ্রহন করতে পারে তার ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দফতর ব্যবস্থা গ্রহন করবে। পরীক্ষার্থীরাও এটাই প্রত্যাশা করে।

 

সর্বশেষ