১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম
আদালতের আদেশ পালন না করায় পটুয়াখালীর ডিসিকে হাইকোর্টে তলব আড়াই বছরের সাজার ভয়ে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না রনির বাংলাদেশের কোনো তরুণ-তরুণী আর বেকার থাকবে না: পলক পুঁজিবাজারে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল যমুনার তীরে গর্তে মিলল নি*খোঁজ ২ ভাইয়ের মরদেহ ড. এম এ ওয়াজেদ মিয়া সম্মাননা পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল মঠবাড়িয়ায় রহস্য জনক ভাবে শিশু সন্তান নিয়ে নারী নিখোঁজ  সড়ক দুর্ঘটনা অন্যতম জাতীয় সমস্যা হিসেবে দেখা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুর অনলাইন ম্যানেজমেন্ট ও সঞ্চয়ের উপকারিতায় অবহিতকরণ সভা চরফ্যাশনে চুরির অপবাদে ডেকে নিয়ে রিকশাচালককে মারধর, ফাঁকা স্ট্যাম্পে সই

এবারের ঈদে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ‘তিন দৈত্য’

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এ আল মামুন, বিনোদন প্রতিবেদকঃ আসছে ঈদে ছোট্ট সোনামণিদের জন্যে দেশের শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘তিন দৈত্য’ প্রচারিত হবে এশিয়ান টেলিভিশনে। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অানিসুর রহমান মিলন, বড়দা মিঠু, ফারুক অাহমেদ, মাজনুন মিজান, তারেক স্বপন, জামিল হোসেন, ঊর্মিলা শ্রাবন্তী কর, নিলা শেখ, সুচনা শিকদার, পাবেল ও রানা মল্লিক। এরই মাঝে নাটকটি নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন এটা হতে যাচ্ছে আলিফ লায়লা সিরিয়ালের চাইতেও অনেক বেশী আকর্ষণীয়, কারণ এটি বাংলাদেশে নির্মিত এবং এই ধারাবাহিকে দৈত্য আছে তিনটি। দুর্দান্ত হাসির এই ধারাবাহিকটি মূলত ক্রাউন এন্টারটেইনমেন্ট এরই পরবর্তী হাজার পর্বের মেগা সিরিয়াল ‘তিন দৈত্য’ ফিরে এলো এর প্রিক্যুয়েল। ঈদের পরপরই মেগা ধারাবাহিকটির নির্মাণ শুরু হবে।

এ প্রসঙ্গে জনপ্রিয় নির্মাতা আদি বাসি মিজান বলেন, ‘হাজার পর্বের মেগা সিরিয়াল আগেও নির্মিত হলেও তিন দৈত্য ফিরে এলো এর মতো বিশাল একটা প্রজেক্ট সামলানোর জন্যে প্রয়োজন ছিলো বড় প্রযোজনা প্রতিষ্ঠানের। আমি এরই মাঝে ক্রাউন প্রযোজিত অনেকগুলো কাজ করেছি এবং এদের আর্থিক লেনদেন খুবই ভালো। তাছাড়া, ক্রাউন এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষ কখনোই নির্মাতাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করে না। তারা কাস্টিং নির্বাচনে অকারণে খবরদারী করে না। এমনকি শ্যুটিং ইউনিটেও কাজ ছাড়া আসেই না। এটা এই সময়ে সত্যই বিরল। উপরন্তু, ক্রাউন এন্টারটেইনমেন্ট এর পরিকল্পনা বিশাল। তারা এরই মাঝে বাংলাদেশের মিডিয়ার আস্থার প্রতীক হয়ে উঠেছে। এ কারণেই আমি সব সময়ই বলি, ক্রাউন উদাহরণ হতে এসেছে।’

তিনি বলেন, ‘তিন দৈত্য ফিরে এলো মেগা সিরিয়াল নির্মাণে আমরা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি দেশের বাইরেও একাধিক দেশে দৃশ্যায়ন করতে যাচ্ছি। এটা বড় বাজেটের প্রজেক্ট। নিঃসন্দেহে এর জনপ্রিয়তাও হবে অনেক। সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবর থেকে তিন দৈত্য ফিরে এলো সম্প্রচারে যাবে।’

উল্লেখ্য, আগামী ঈদে আদি বাসি মিজান এর পরিচালনায় সর্বাধিক সংখ্যক সাত পর্বের বিশেষ ধারাবাহিকের পাশাপাশি অনেকগুলো এক পর্বের বিশেষ নাটক প্রচারিত হবে। এগুলোর অধিকাংশই ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত।

সর্বশেষ