১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

এমপি যখন মানবতার ফেরিওয়ালা…..

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের প্রশংসায় ভাসছে বানারীপাড়া-উজিরপুর। প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের বিস্তৃতি রোধে দেশজুড়ে লকডাউন ও হোম কোয়ারেন্টাইন শুরু হলে তিনি তার ‘প্রিয়তমা’ স্ত্রীকে ঢাকায় রেখে ছুঁটে আসেন র্বাচনী এলাকায়। সেই থেকে এলাকায় অবস্থান নিয়ে রাত-দিন একাকার করে তিনি ব্যক্তিগতভাবে ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দু’উপজেলার কর্মহীন হয়ে পড়া প্রায় লক্ষাধিক দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী পৌঁছে দেন। এলাকার মানুষকে করোনা সম্পর্কে সচেতন করতে দিচ্ছেন নানা দিক নির্দেশনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ত্রাণ সামগ্রী সঠিকভাবে বন্টনের জন্য দু’উপজেলার উপজেলা চেয়ারম্যান,নির্বাহী কর্মকর্তা,মেয়র,ওসি,আওয়ামী লীগ নেতৃবৃন্দ , ইউপি চেয়ারম্যান ও সাংবাদিক সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে তালিকা প্রনয়ণ করে তিনি তাদেরকে সঙ্গে নিয়ে নিজ হাতে বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেন। বানারীপাড়া ও উজিরপুর উপজেলার এমন কোন দরিদ্র পরিবার নেই যে পরিবারে তিনি খাদ্য সামগ্রী পৌঁছে দেননি। তিনি শুরুতে ঘোষণা দিয়েছিলেন তার এলাকার কাউকে না খেয়ে অভূক্ত থাকতে হবে না। তিনি তার কথা শতভাগ রেখেছেন। এ দু’উপজেলায় ইমাম-মুয়াজ্জিন সহ দলমত শ্রেণী পেশা নির্বিশেষে সর্বস্তরের মানুষ পর্যাপ্ত ত্রাণ সমাগ্রী পেয়েছেন। এমনকি প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শিশুদের মাঝে ‘শিশু খাদ্য’ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া মাস্ক,পিপিই,হ্যান্ড স্যানেটাইজার ও সাবান সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়। ‘শুধু ত্রাণ নয়,মহা এ দুর্যোগ মুহুর্তে স্থানীয় সংসদ সদস্যকে সার্বক্ষনিক কাছে পেয়ে এলাকাবাসী উৎফুল্ল ও অনুপ্রাণিত। অনেকেই মন্তব্য করেছেন তিনি শুধু সংসদ সদস্যই নন সবার কাছে এখন একজন প্রকৃত ‘মানবতার ফেরিওয়ালা’। প্রাণঘাতি করোনার এ বিপদসংকুল মুহূর্তে মৃত্যুকে ‘পরোয়া’ না করে ভয়কে জয় করে এলাকাবাসীর পাশে সার্বক্ষনিক থেকে তাদের মুখে খাবার তুলে
দেওয়ার পাশাপাশি ‘করোনা’ জয়ে শক্তি ও সাহস যুগিয়ে রাজনীতিতে তৃনমূল থেকে শীর্ষ পর্যায়ে উঠে আসা এ সংসদ সদস্য প্রমান করলেন তিনি সত্যিকার অর্থেইএকজন খাঁটি দেশ প্রেমিক ‘মাটি ও মানুষের’ নেতা। এ প্রসঙ্গে বরিশাল-২
আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে
গেছেন। তার সুযোগ্য কন্যা ‘মাদার অব হিউম্যানিটি’ প্রধানমন্ত্রী শেখ
হাসিনাও মহান সেই পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশ ও জাতির ভাগ্যোন্নয়নে সততা
ও নিষ্ঠার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার সৈনিক হিসেবে আমিও সেই
আদর্শকে ধারণ ও লালণ করে মানবসেবায় আমৃত্যু কাজ করে যাবো

সর্বশেষ