২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
সংবাদ শিরোনাম

এসি-ল্যান্ড অফিসে তদবিরে গিয়ে ভুয়া ম্যাজিষ্ট্রেট শ্রীঘরে

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

মুহাম্মাদ আবু মুসা:   আকমাদুর রহমান (৪২) নামের এক ভূয়া ম্যাজিষ্ট্রট গ্রেফতার হয়েছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর অফিস সহকারী বিজল কুমার দাস বাদী হয়ে গতকাল রোববার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতার হওয়া আকমাদুর রহমান উপজেলার কাগইল ইউনিয়নের দড়িপাড়া গ্রামের তোজাম্মেল হোসেন সরকারের ছেলে ও স্থানীয় দড়িপাড়া জাহের উদ্দিন বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক এর ছোট ভাই।

মামলার বাদী বিজল কুমার দাস জানান, আকমাদুর রহমান রোববার আমাদের অফিসে এসে ম্যাজিষ্ট্রট পরিচয় দিয়ে বলেন আমি সচিবালয়ে জনপ্রশাসনে কর্মরত আছি। এর পর আমাদের বগুড়ার গাবতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) স্যারের বিভিন্ন বিষয়ে খবর নিয়ে দুর্গাহাটা ইউনিয়নের হাতিবান্দা মৌজায় একটি জমি খারিজ করার জন্য তদবীর করেন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা আক্তার ওই সময় অফিসে না থাকায় আকমাদুর রহমান চলে যেতে নিলে পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালমা আক্তার অফিসে এসে তাকে ডেকে নেয় এবং সার্বিক বিষয় খোঁজ-খবর নিয়ে জানতে পারেন আকমাদুর রহমান ভূয়া ম্যাজিষ্ট্রট। পরে পুলিশকে ডেকে তাকে থানায় সোর্পদ করা হয়। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি ভূয়া ম্যাজিষ্ট্রট পরিচয় দানকারীকে গ্রেফতার এবং মামলা দায়ের করার বিষয়টি স্বীকার করেছেন।

সর্বশেষ