১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

কম্বল নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন পটুয়াখালী পৌরসভার মেয়র

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

পটুয়াখালী প্রতিনিধি ::: অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে বের করে তাদের হাতে কম্বল তুলে দিচ্ছেন পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। গত কয়েকদিন ধরে তিনি নিজ গাড়ির পেছনে করে কম্বল নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের বাড়িতে বাড়িয়ে গিয়ে বিতরণ করছেন।

রোববার (১৪ জানুয়ারি) রাত থেকে শহরের চড়পাড়া, থানাপাড়া, আলাউদ্দিন শিশুপার্ক, নিউমার্কেট, পুরাতন হাসপাতাল সড়ক, কলেজ রোড, জেলা বোর্ড এলাকা, তালতলা, কাঠপট্টি, আলহেরা সড়ক, দুই নম্বর বাঁধঘাটসহ শহরের বেশকিছু এলাকায় কম্বল বিতরণ করেন মেয়র।

পটুয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাফর জোমাদ্দার বলেন, ‘নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে শীতার্ত মানুষেরদের কম্বল দিচ্ছেন মেয়র। এভাবে যদি সব জনপ্রতিনিধি কাজ করতেন তাহলে কোনো মানুষকে আর কষ্ট পেতে হতো না।’

২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম ফারুক বলেন, ‘মেয়র নিজে উপস্থিত থেকে অসহায় ও গরিবদের কম্বল দিচ্ছেন। এটি সত্যিই প্রশংসনীয়।’

এ বিষয়ে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে। কোনো মানুষ যাতে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন সে কারণে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করছি। আমি নিজে মানুষের দরজায় দরজায় গিয়ে তাদের কম্বল দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো অসহায় মানুষ শীতে কষ্ট না পান।’

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে এরইমধ্যে ১০ হাজার কম্বল বিতরণ সম্পন্ন হয়েছে বলেও জানান পৌরমেয়র।

সর্বশেষ