১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩৩ মৃত্যু, শনাক্ত ৩৭৩৭ জন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

অনলাইন ডেস্ক :: সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২১ জন ও নারী ১২ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩২ জন ও বাড়িতে একজন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৩০ জনে।

গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৬৪টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষায় নতুন তিন হাজার ৭৩৭ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন।

শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৫৭ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল পাঁচ লাখ ৩১ হাজার ৯৫১ জনে।

একইসময়ে বিভাগওয়ারি হিসেবে দেখা গেছে মৃত ৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৬ জন, চট্টগ্রামে ছয় জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়।

সর্বশেষ