২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনা থেকে মুক্তিলাভ করলেন চুয়াডাঙ্গার স্বাস্থ্যকর্মী রোজিনা খাতুন

শেয়ার করুনঃ

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on email
Email

এম এ আর নয়ন, চুয়াডাঙ্গা :

করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে মুক্তি লাভ করলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী রোজিনা খাতুন। করোনা মুক্ত হওয়ায় জীবননগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার(২৮ জুন) সকাল ১১টার সময় খয়েরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধা। এ সময় আরও উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার শিপলুসহ স্থানীয়রা।

চলতি মাসের ৭ তারিখে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিলো। সেই থেকে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। ১৪ দিন পর তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসলে তিনি করোনা থেকে মুক্তি লাভ করেন। তিনি খয়েরহুদা গ্রামের আব্দুর রহমান মাষ্টারের স্ত্রী।

এ সময় রোজিনা খাতুন বলেন, মহান আল্লাহতায়ালার অশেষ কৃপায় আজ আমি করোনা মুক্ত। লাখো লাখো শুকরিয়া আদায় করছি মহান আল্লাহতায়ালার দরবারে। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন স্নিগ্ধার প্রতি। কারণ এই মানুষগুলো প্রতিনিয়ত আমার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সকলে যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে করোনাকে জয় করা সম্ভব।

সর্বশেষ